বর্তমান যুগকে ইনফরমেশনের যুগ বলা হয়। মানব সভ্যতা ইনফরমেশনের যুগ থেকে ক্রমান্বয়ে জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। সারা বিশ্বে ব্যাপকভাবে মানব কল্যাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে। উন্নত বিশ্বের তুলনায় আমরা এই বিষয়ে অনেক পিছিয়ে আছি। আমাদের ব্যক্তিগত বা পারিবারিক, সামাজিক ও নাগরিক জীবনের প্রতিটি কর্মকান্ডেই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।
ব্যবসা ও বাণিজ্যে কম্পিউটারের প্রয়োগের কথা চিন্তা করেই জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে “কম্পিউটার ও তথ্য প্রযুক্তি” নামক কোর্স চালু করা হয়েছে। এই কোর্সটির কথা বিবেচনা করে ও শিক্ষার্থীদের প্রয়োজনকে উপলব্ধি করেই বইটি লিখা হয়েছে। ইতিপূর্বে আমার লেখা উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা ১ম পত্র ও ২য় পত্র পান্ডুলিপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যারয়ের ¯œাতক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসায় কম্পিউটার পাঠ্যপুস্তক সর্বমহলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। কম্পিউটার শিক্ষায় নিয়োজিত সহকর্মী শিক্ষকগণের সহযোগিতা, পরামর্শ ও অনুপ্রেরণার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাঠ্যবইটিও শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বাংলা ভাষার সাহায্যে কম্পিউটার বিষয়ে জ্ঞান-অর্জনের সুযোগ সৃষ্টি করা এই বইয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য। ¯œাতক শ্রেণীর শিক্ষার্থীরা সহজেই যাতে এই বইয়ের বিভিন্ন অধ্যায়ের বিষয়গুলো বুঝতে ও অনুধাবন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে বইটির প্রত্যেকটি বিষয় সহজ সরল বাংলায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বইটিতে সঠিক ও বাস্তবের সাথে সঙ্গত তথ্য দেবার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। বইটি রচনার ক্ষেত্রে বিভিন্ন দেশী ও বিদেশী বিভিন্ন বইয়ের সাহায্য নিয়েছি। শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে কম্পিউটারের কিছু শব্দ হুবহু ইংরেজী শব্দ ব্যবহার করতে হয়েছে। আবার অনেক ক্ষেত্রে বহুল প্রচলিত বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দও ব্যবহার করা হয়েছে।
“কম্পিউটার ও তথ্য প্রযুক্তি” বিষয়ের সিলেবাসে আপাতঃ দৃষ্টিতে তথ্য প্রযুক্তি অধ্যায়টি নেই মনে হলেও এ অধ্যায়টি জানা জরুরি বিধায় বইয়ে সন্নিবেশ করা হয়েছে। তাছাড়া বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের জন্য ই-কমার্স, ই-বিজনেস, ই-পেমেন্ট ও ই-মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং বিষয়গুলো জরুরি বিবেচিত হওয়ায় সন্নিবেশিত হয়েছে। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বেই ই-কমার্স জীবন যাত্রার সাথে মিশে গেছে। বাংলাদেশেও সীমিত পরিসরে ই-কমার্স চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এ বছরের মধ্যেই আশা করা যায় পূর্ণাঙ্গভাবে ই-কমার্স চালু হবে। কাজেই আজকের শিক্ষার্থী যারা আগামীদিন চাকুরী কিংবা উদ্যোক্তা হবেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি।
সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তিতে বইটি মুদ্রিত হয়েছে এবং মুদ্রণের ব্যাপারেও যথেষ্ট সতকর্তা অবলম্বন হয়েছে। এরপরও যদি কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে তাহলে তা পরবর্তীতে সংশোধনের আশা রাখি। তাছাড়া বইটির মান উন্নয়নে যে কোন ধরনের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ইত্যাদি সাদরে গৃহীত হবে।
প্রকৌশলী মুজিবুর রহমান
ই-মেইলঃ mujib2001bd@yahoo.com
md.mujibur.rahman@gmail.com
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হিসাবে সকল ধারার শিক্ষার্থীদের জন্য চালু করেছেন যা একটি প্রশংসনীয় উদ্যোগ।
Read Moreকম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বর্তমান যুগকে ইনফরমেশনের যুগ বলা হয়। মানব সভ্যতা ইনফরমেশনের যুগ থেকে ক্রমান্বয়ে জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। সারা বিশ্বে ব্যাপকভাবে মানব কল্যাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
Read More